বলিউড অভিনেত্রী সুরভীন চাওলা নিজের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়ের অভিজ্ঞতা ভাগ করে নিলেন সম্প্রতি। কাস্টিং কাউচ সংস্কৃতি কতটা বিষাক্ত ও মানসিকভাবে ভেঙে দেওয়ার মতো হতে পারে, তা তুলে ধরেছেন এক খোলামেলা সাক্ষাৎকারে। অভিনেত্রী জানিয়েছেন, কাজের সুযোগ হারানোর ঝুঁকি নিয়েও তিনি আপস করেননি, আর সেই সিদ্ধান্তই একসময় তাঁকে তলানিতে নিয়ে যায়।
‘কাস্টিং কাউচ যেন ট্রেন্ড হয়ে গিয়েছিল’
সিদ্ধার্থ কাননের ইউটিউবের চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে সুরভীন বলেন, ‘একটা সময় ছিল, যখন সবকিছুই কাস্টিং কাউচকে ঘিরে। এতটাই নোংরা ছিল, বাইরে বের হওয়ার ইচ্ছাই হতো না। মনে হতো, আর নয়, আমি এটা করতে চাই না।’

৪০ বছর বয়সী এই অভিনেত্রী জানান, বারবার কাজ হারানো, ‘না’ বলার জন্য সুযোগ থেকে বঞ্চিত হওয়া তাঁকে ভীষণভাবে মানসিক চাপে ফেলেছিল। ‘কখনো মনে হতো কাস্টিং কাউচই যেন একটা ট্রেন্ড। আমি সাহস করে না বলতাম, আর তার ফলেই একের পর এক প্রজেক্ট হাতছাড়া হতো। এটা যেন পাগলামি ছিল,’ বলেন সুরভীন।
তিনি আরও জানান, একপর্যায়ে তিনি এতটাই হতাশ হয়ে পড়েছিলেন যে মনে হয়েছিল, এই ইন্ডাস্ট্রিতে আর নিজের জায়গা নেই। ‘যেন পথ শেষ হয়ে গেছে, মনে হতো চুপচাপ সরে যাই, কারণ এটা আমার জন্য নয়,’ যোগ করেন তিনি।
সুরভীন চাওলার ক্যারিয়ার
ভারতীয় টেলিভিশন দিয়ে অভিনয়জীবন শুরু করেছিলেন সুরভীন চাওলা। কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে নজর কাড়েন। এরপর পাঞ্জাবি চলচ্চিত্রে অভিনয় করে সাফল্য পান ‘ধারতি’, ‘তৌর মিত্রান দি’র মতো ছবিতে।

বলিউডে তাঁর সাহসী উপস্থিতি দেখা যায় ‘হেট স্টোরি ২’ (২০১৪) ছবিতে, যা তাকে একটি ভিন্ন পরিচিতি এনে দেয়। এরপর ‘পার্চড’-এর মতো প্রশংসিত ছবিতে অভিনয় করে সমালোচকদের প্রিয় পাত্রী বনে যান।
ডিজিটাল প্ল্যাটফর্মেও সফলভাবে পথচলা চালিয়ে গেছেন সুরভীন। ‘সেক্রেড গেমস’ ও ‘ডিকাপল্ড’-এর মতো সিরিজে তাঁর পারফরম্যান্স পেয়েছে দর্শক-সমালোচকের প্রশংসা।
সাম্প্রতিক কাজ
কিছুদিন আগে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘ক্রিমিনাল জাস্টিস: আ ফ্যামিলি ম্যাটার’ও ‘রানা নাইডু’-তে অভিনয় করেছেন সুরভীন চাওলা। ২৫ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে তাঁর নতুন ক্রাইম থ্রিলার ‘মন্ডালা মার্ডার্স’, যেখানে তাঁকে দেখা যাবে বাণী কাপুরের সঙ্গে।