ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষার্থীর নাম মো. ফিরোজ কাজী (২২)। তিনি আধুনিক ভাষাবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলায়। তিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে থাকতেন।
বিজয় একাত্তর হলের শিক্ষার্থী মুহিব জানান, তাঁরা হঠাৎ একটি শব্দ পান। পরে বাইরে গিয়ে একজনকে (ফিরোজ) নিচে পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান তাঁকে। দিবাগত রাত সোয়া একটার দিকে চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
তবে ফিরোজ কয়তলা থেকে নিচে পড়েছিলেন, তা জানা যায়নি। ফিরোজের পকেটে থাকা পরিচয়পত্র থেকে জানা যায়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বিজয় একাত্তর হলে কার কাছে এসেছিলেন, তা–ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ফিরোজের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে।