ঢাকা ছাড়লেন নোরা ফাতেহি

0
181
নোরা ফাতেহি, ছবি : সংগৃহীত
নোরা ফাতেহি

নোরা ফাতেহি, ছবি: সংগৃহীত

কাতার যাওয়ার আগে গতকাল শুক্রবার দুপুরে ঢাকায় নামেন নোরা, রাতে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক আয়োজনে কয়েকজনের হাতে পুরস্কার তুলে দেন। সেই আয়োজনে তাঁর নাচ পরিবেশনের কথা থাকলেও অনুমতি না থাকায় তা সম্ভব হয়নি বলে জানান আয়োজকেরা।

সেই আয়োজনে বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা জানিয়ে নোরা বলেন, ‘দ্বিতীয়বারের মতো ঢাকায় এলাম। ঢাকায় আসাটা সব সময়ের জন্যই আনন্দের। আবারও ঢাকায় আসব।’

হিন্দির পাশাপাশি তেলেগু, মালয়ালম ও তামিল ছবিতেও নোরা ফাতেহির সরব উপস্থিতি নজর কাড়ে। কেবল বড় পর্দায় নয়, ছোট পর্দা ও মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘বিগ বস-৯ ’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ অন্যান্য রিয়েলিটি শোতেও তাঁর পারফরম্যান্স নজরকাড়া।

মরক্কীয় বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ছোটবেলায় তিনি শাহরুখ খান ও হৃতিক রোশনের ভক্ত ছিলেন। আরবিতে ডাব করা তাঁদের অভিনীত সিনেমা দেখে বড় হয়েছেন নোরা। সেই থেকে স্বপ্ন, বলিউডে কাজ করবেন। কিন্তু রক্ষণশীল অভিভাবকের বাড়িতে সেটি ছিল প্রায় অসম্ভব। বলিউডে নাম লেখানোর স্বপ্ন নিয়ে ভারতে পা রেখেছিলেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.