ঢাকায় সবজির দাম বাড়তে থাকলেও বাইরের চিত্র ভিন্ন, ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশ কৃষকরা

0
11
সবজি

শীতের সবজির আবাদ শেষ হয়েছে। এখন গ্রীষ্মকালীন সবজির ভরপুর উৎপাদনের অপেক্ষা। এর মাঝের সময়টায় বরাবরই দেশে সবজির দাম বাড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বৈশাখের শুরুতেই খুচরা যোগানে টান পড়েছে।

আজ শুক্রবার (১৮ এপ্রিল) সরজমিনে রাজধানীর নতুনবাজার ঘুরে দেখা যায়, সেখানে একাধিক সবজির দোকান খুলেই নি। তবে যারা দোকান খুলেছেন তারা সবজির সরবরাহ আর দাম নিয়ে নাখোশ।

দোকানিরা জানান, গত দুই দিন কারওয়ানবাজারে সবজির ট্রাক কম এসেছে। সবজির মানও ভালো নয়। গত ২ সপ্তাহে কেজিপ্রতি একাধিক সবজির দাম অন্তত ২০ টাকা বেড়েছে। এরমধ্যে টমেটো আর বেগুন নিয়ে আলোচনা সবচেয়ে বেশি।

বাজার ঘুরে দেখা যায়, লেবুর হালিপ্রতি ৪০ টাকা, টমেটো, গাজর ও শসা ৫০ টাকা এবং বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে, নতুন করে পেঁয়াজের দাম বেড়েছে।

বিক্রেতারা জানান, কেবলই শীতের সবজির মৌসুম শেষ হয়েছে। তাই সব সবজি পাওয়া যাচ্ছে না। এ কারণে সবজির দাম একটু বেশি। আর বৃষ্টির কারণে পেয়াজের উৎপাদন কমে গেছে।

অন্যদিকে একজন ক্রেতা বলেন, সব জায়গাই সবজির দাম বেশী। হয়তো বিক্রেতাদের বাড়তি দাম দিয়ে পণ্য কিনতে হচ্ছে।

এদিকে মানিকগঞ্জের পাইকারি আড়ত ঘুরে দেখা যায়, সেখানে সবজির দামে খুব একটা হেরফের নেই। সরবরাহও স্বাভাবিক। বেশিরভাগ সবজি ৩০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ২৫ টাকার আশপাশে মিলছে ডায়মন্ড আলু। পাইকাররা জানান, কৃষক এখনও সবজির যোগান দিয়ে যাচ্ছেন। তবে প্রকৃতি বৈরি হলে বিপদ বাড়বে।

বিক্রেতারা বলেন, লেবুতে হালিপ্রতি ২০ টাকা, ওস্তায় ৩০ ও বেগুনের দাম ২০ থেকে ৩০ টাকা কমেছে। পেঁয়াজ অনেকে মজুত করছে, তাই বাজারে যোগান কম।

অপরদিকে, সবজির দাম শুনে উত্তরাঞ্চলে কৃষকেরা হতাশা প্রকাশ করেছেন। কারণ কৃষকদের উৎপাদন খরচ আর খুচরা বাজারে দামের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। তাদের অভিযোগ, সার ও বীজের দাম নিয়ন্ত্রণে প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

কৃষকরা জানান, বাজারে সবজির দাম বেশি হলেও আমরা নায্য দাম পাচ্ছি না। পাইকাররা আমাদের কাছ থেকে কম দামে কিনে বেশি দামে বিক্রি করছে। সবজি বিক্রি করে উৎপাদন খরচই উঠছে না। তাছাড়া, ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে ফসল নষ্ট হচ্ছে।

প্রসঙ্গত, দেশে সবজির বার্ষিক চাহিদা গড়ে ১ কোটি ৩২ লাখ টন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.