ঢাকায় প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই

0
15
প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই

রাজধানীতে প্রকাশ্যে গুলি করে এক ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে মিরপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর সেখানে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন।

আহত মাহমুদুলের গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়। তার বাবার নাম মৃত জামাল উদ্দীন। বর্তমানে তিনি মিরপুর ৪ নম্বর লেন, ৬ নম্বর সেকশনে পরিবার নিয়ে বসবাস করেন।

আহত মাহমুদুল বলেন, বাসা থেকে মিরপুর ১০ নম্বর গোল চক্করে মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার সময় স্টেডিয়ামের সুইমিং পুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেলযোগে ৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি আমার পথরোধ করে ও টাকা দাবি করে। সে সময় টাকা না দিলে কোমরের বাম পাশে গুলি করে এবং আমার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

তিনি আরও বলেন, পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়। বর্তমানে আমার চিকিৎসা চলছে।

এ ব্যাপারে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন জানান, আমরা শুনেছি, দুর্বৃত্তদের গুলিতে একজন ব্যবসায়ী আহত হয়েছেন। পরে সংবাদ পেয়ে তাৎক্ষণিক মিরপুর বিভাগের সহকারী উপপুলিশ কমিশনারসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। একইসঙ্গে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, ভুক্তভোগীর স্বজনরা জানিয়েছেন, আহত ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইকারীরা ২২ লাখ টাকা নিয়ে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে মিরপুর বিভাগের ডিসি মো. মাকছুদুর রহমান বলেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শিগগির আইনের আওতায় আনা হবে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.