ঢাকায় তেজগাঁওয়ে বস্তিতে অগ্নিকাণ্ডে নারী ও শিশুর মৃত্যু

0
150
তেজগাঁওয়ে মোল্লাবাড়ি বস্তিতে গতকাল দিবাগত রাত ২ টা ২৮ মিনিটে আগুন লাগেছবি: ফায়ার সার্ভিস

রাজধানীর তেজগাঁও এলাকায় মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যুর খবর জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ শনিবার সকালে এক খুদে বার্তায় ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানিয়েছেন, যে দুজন আগুনে পুড়ে মারা গেছে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের মধ্যে একজন নারী ও আরেকজন শিশু। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তেজগাঁওয়ে মোল্লাবাড়ি বস্তিতে লাগা আগুনে পুড়ে গেছে ঘর
তেজগাঁওয়ে মোল্লাবাড়ি বস্তিতে লাগা আগুনে পুড়ে গেছে ঘর, ছবি: ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিস বলেছে, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সামনের ওই বস্তিতে গতকাল শুক্রবার দিবাগত রাত ২ টা ২৮ মিনিটে তারা আগুন লাগার খবর পায়। ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তেজগাঁওয়ে মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে ব্রিফ করেছে ফায়ার সার্ভিস
তেজগাঁওয়ে মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে ব্রিফ করেছে ফায়ার সার্ভিস, ছবি: ফায়ার সার্ভিস

 

ভোর পৌনে চারটার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন প্রথম আলোকে আগুন নিয়ন্ত্রণে আনার খবর জানান। তবে তখন কেউ হতাহত হওয়ার খবর পাননি বলে জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.