অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঢাকায় ঈদ করবেন। তিনি সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।
আজ রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে। প্রেস উইং আরও জানিয়েছে, ঈদের দিন বিকেল চারটায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধান উপদেষ্টা।
বাংলাদেশে কবে ঈদ হবে, তা জানা যাবে আজ সন্ধ্যায়। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। সেই বৈঠক থেকেই ঈদ কবে হবে, তা জানা যাবে।
অবশ্য রেওয়াজ অনুযায়ী, সৌদি আরবে যেদিন ঈদ উদ্যাপিত হয়, তার পরদিন বাংলাদেশে ঈদ উদ্যাপিত হয়। সৌদি আরবে আজ ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে। সেই হিসেবে আগামীকাল সোমবার বাংলাদেশে ঈদ উদ্যাপিত হতে পারে।