ড. ফিরদৌস আজীমকে চেয়ারম্যান করে পিআইবির পরিচালনা বোর্ড গঠন

0
28
প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) পরিচালনা বোর্ড

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) পরিচালনা বোর্ড পুনর্গঠন করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ব্রাক বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের ড. ফিরদৌস আজীমকে চেয়ারম্যান করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রেস-২ শাখার উপ-সচিব মো. ইব্রাহিম ভূঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮ এর ধারা ৭ অনুযায়ী নিম্নরূপভাবে পিআইবি পরিচালনা বোর্ড পুনর্গঠন করা হলো।

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের ড. ফিরদৌস আজীম। আর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন পিআইবির মহাপরিচালক। এছাড়া আরও ১৩ জন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন—

১. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি
২. জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি
৩. অর্থ বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি
৪. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি
৫. তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার
৬. ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান
৭. ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের চেয়ারম্যান শামছুল হক জাহিদ
৮. দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী
৯. চ্যানেল ২৪ প্রধান নির্বাহী কর্মকর্তা তালাত মামুন
১০. বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন
১১. বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য সরদার ফরিদ
১২. আল জাজিরার সাংবাদিক তানভীর চৌধুরী
১৩. দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদ

মনোনীত সদস্যরা মনোনয়নের তারিখ থেকে দুই বছর মেয়াদের জন্য ওই পদে দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে প্রতি তিন মাসে বোর্ডের অন্যূন একটি সভা করতে হবে এবং সভার কার্যবিবরণী স্বাক্ষরিত হওয়ার অনধিক ৩০ দিনের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.