ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন মামলায় রুল বাতিলের শুনানি কাল

0
147
ড. মুহাম্মদ ইউনূস।

শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ (চার্জ) গঠন বাতিল চেয়ে হাইকোর্টে করা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা  ড. মুহাম্মদ ইউনূসের রুল শুনানি সোমবার দিন ধার্য করা হয়েছে।

কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে রোববার শুনানির দিন ধার্যের আবেদন করা হয়। পরে বিচারপতি কুদ্দুস জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এদিন শুনানির নির্ধারণ করেন।

এর আগে আজ সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের ৩ কর্মকর্তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়ে আপিল বিভাগের আদেশ প্রকাশ করেন।

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং ইউনূসের পক্ষে ছিলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

এর আগে ৩ আগস্ট ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের ৩ কর্মকর্তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল করা হবে না- এ সংক্রান্ত রুল আগামী ২ সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে বলেন আপিল বিভাগ।

প্রসঙ্গত গত ৬ জুন ঢাকার তৃতীয় শ্রম আদালত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.