দেশে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ৭ জন এবং রাজধানীতে ৫ জন। এ নিয়ে চলতি মাসের ২৪ দিনে ডেঙ্গুতে প্রাণ গেছে ২৯৫ জনের। সবমিলিয়ে এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৪ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৫২ জন। আগের দিন সোমবার ডেঙ্গুতে ১৭ জনের মৃত্যু এবং হাসপাতালে ভর্তি হন ২ হাজার ১৪ জন।
গত ২৪ দিনে আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৫০৬ জন। গড়ে প্রতিদিন ২ হাজার ৩১২ জন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৯১২ জন। এর মধ্যে ঢাকা শহরে ৯৬ হাজার ৪১১ জন এবং রাজধানীর বাইরে এক লাখ ৬২ হাজার ৫০১ জন।
দেশে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭ হাজার ৫৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে বর্তমানে ২ হাজার ১০৬ জন এবং অন্যান্য বিভাগে ৫ হাজার ৪৪০ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালে ৪২৭ জন এবং রাজধানীর বাইরে ভর্তি হয়েছেন এক হাজার ৪২৫ জন।