ডেঙ্গুতে জুলাইয়ের ২৮ দিনে ১৮২ জনের মৃত্যু, আক্রান্ত ৩৬২২৭

0
103
সেন্ট পিটার্সবার্গে প্রিগোজিন ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত

দেশে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জুলাইয়ের চার সপ্তাহে ১৮২ জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৩৬ হাজার ২২৭ জন ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দৈনিক ৭৬টি হাসপাতালের তথ্য দেওয়া হয়। তবে শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় ৫০ হাসপাতালের তথ্য এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে ৯০৭ জন এবং ঢাকার বাইরে ৫৯৬ জন হাসপাতাল ভর্তি রয়েছেন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২২৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৭৯ জন এবং ঢাকার বাইরে ৫০ জন মারা যান। এ বছরের ২৮ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২০৫ জন। এর মধ্যে ঢাকায় ২৫ হাজার ৭০৫ জন এবং ঢাকার বাইরে ১৮ হাজার ৫০০ জন। বর্তমানে ৮ হাজার ৬৭৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪ হাজার ৮৭০ জন এবং ঢাকার বাইরে ৩ হাজার ৮০৬ জন।

গত বছর ডেঙ্গুতে সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যু হয় এবং আক্রান্ত হন ৬২ হাজার ৩৮২ জন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.