রংপুরের জেলা প্রশাসক ‘স্যার’ ডাকতে বাধ্য করায় অবস্থান কর্মসূচি’ হাতে লেখা এমন প্ল্যাকার্ড নিয়ে অবস্থান কর্মসূচিতে বসেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচিতে বসেন তিনি। জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনকে ‘স্যার’ ডাকতে বাধ্য করার অভিযোগ তুলে এর প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে বসেছেন ওই শিক্ষক।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নিশ্চিত করেন ওই বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। কিন্তু এ বিষয়ে এখনও তার সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে এটি ভুল বোঝাবুঝি থেকে হয়েছে বলে জেলা প্রশাসনের একটি সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে বৈঠকে বসার কথাও জানিয়েছে সূত্রটি।