বাজারে ডিমের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালিয়ে ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার বাইপাস এলাকায় এ অভিযান চালানো হয়।
ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, ডিমের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে আড়তে অভিযান চালানো হয়েছে। কারসাজি করে দাম বাড়ানো, ডিম বিক্রির রশিদ না রাখার দায়ে অ্যাডভান্সড পোল্ট্রি অ্যান্ড ফিস ফিড লিমিটেডকে জরিমানা করা হয়েছে।
এছাড়াও হ্যালিপোর্ট বাজারে ডিম, পেঁয়াজসহ নিত্যপণ্যের বাজার দর তদারকি করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশিদ খান উপস্থিত ছিলেন। তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।