ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচাল সাইফুল আলম আটক

0
8
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে (অব.)
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে (অব.) আটক করা হয়েছে।
 
সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় তার বাসা থেকে ডিজিএফআইয়ের একটি দল তাকে আটক করে।
 
জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী হাসিনার গুম-খুনের প্রত্যক্ষ সহযোগী অবসরপ্রাপ্ত এই জেনারেলের বিরুদ্ধে বর্তমান অর্ন্তবর্তী সরকারকে অস্থিতিশীল করতে নানান ষড়যন্ত্রেরও গুরুতর অভিযোগ রয়েছে।
 
তবে সাইফুল আলমকে গ্রেপ্তার করা হবে নাকি জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে এ সম্পর্কে বিস্তারিত তথ‍্য জানা যায়নি। এ ছাড়া গুমের মামলায় তার বিরুদ্ধে সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
 
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর লে. জেনারেল সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। পরে গত ১০ সেপ্টেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ইস্যু করা প্রজ্ঞাপনে সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসর পাঠানোর তথ্য জানানো হয়।
 
গত ৩ সে‌প্টেম্বর সাইফুল আলমের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তার স্ত্রী-সন্তানের নামে থাকা হিসাব ও তাদের মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানেরও ব্যাংক হিসাব স্থগিত রাখতে বলা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.