ডায়ানার সাজে এলেন কেট, কী বললেন ট্রাম্প

0
14
প্রিন্সেস কেট মিডলটন ও প্রিন্সেস ডায়ানা, ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।

ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।

 লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন
লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন, ছবি: রয়টার্স

মাথার এই মুকুট প্রিন্সেস ডায়ানার খুবই প্রিয় ছিল। তিনি বেশ কয়েকটি অনুষ্ঠানে মুকুটটি পরেছিলেন। শাশুড়ির কাছ থেকেই কেট ওই অলংকার পেয়েছেন। কেট নিজেও এর আগে একাধিক অনুষ্ঠানে এই মুকুট পরেছেন।

স্বামী প্রিন্স অব ওয়েলস উইলিয়ামের সঙ্গে সেন্ট জর্জেস হলে প্রবেশ করছেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন
স্বামী প্রিন্স অব ওয়েলস উইলিয়ামের সঙ্গে সেন্ট জর্জেস হলে প্রবেশ করছেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন, ছবি: রয়টার্স

এ রাতে কেট উজ্জ্বল সোনালি রঙের একটি গাউন পরে নৈশভোজে আসেন। তাঁর গাউনজুড়ে ছিল হাতে কাজের নিখুঁত নকশা। গাউনটি ব্রিটিশ ডিজাইনার ফিলিপা লেপলির নকশা করা।

স্বামী ব্রিটিশ রাজসিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী প্রিন্স অব ওয়েলসের সঙ্গে সেন্ট জর্জেস হলে প্রবেশ করেন কেট। এই সাজপোশাকে তিনি সেখানে দারুণ উজ্জ্বলতা ছড়াচ্ছিলেন।

ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্যবাহী অলংকারের একটি লাভার্স নট টিয়ারা। এটি তৈরি করা হয় ১৯১৪ সালে ব্রিটিশ রানি মেরির জন্য। তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের দাদি ছিলেন। প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ মুকুটটি ডায়ানাকে দিয়েছিলেন।

নৈশভোজ শুরুর আগে বক্তব্য দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
নৈশভোজ শুরুর আগে বক্তব্য দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পছবি: রয়টার্স

নৈশভোজের টেবিলে কেটের আসন ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের ডান পাশে। ট্রাম্পের বাঁ পাশে বসেছিলেন রাজা তৃতীয় চার্লস।

নৈশভোজ শুরুর আগে দেওয়া বক্তৃতায় প্রেসিডেন্ট ট্রাম্প প্রিন্স উইলিয়ামের প্রশংসা করেন। ট্রাম্প বলেন, ভবিষ্যতে তিনি (প্রিন্স উইলিয়াম) হবেন ‘অসাধারণ সফল নেতা’। প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিনকে (কেট) তিনি আখ্যা দেন ‘দীপ্তিময়, সুস্বাস্থ্যের অধিকারী ও সুন্দরী’ হিসেবে।

ট্রাম্পের সঙ্গে এই নৈশভোজে তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং পরিবারের আরও কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস, রানি ক্যামিলা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প উইন্ডসর ক্যাসলে আয়োজিত রাজকীয় নৈশভোজ স্থলে প্রবেশ করছেন। ১৭ সেপ্টেম্বর, ২০২৫
ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস, রানি ক্যামিলা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প উইন্ডসর ক্যাসলে আয়োজিত রাজকীয় নৈশভোজ স্থলে প্রবেশ করছেন। ১৭ সেপ্টেম্বর, ২০২৫ছবি: রয়টার্স

ট্রাম্প ও মেলানিয়া রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার সঙ্গে নৈশভোজস্থলে আসেন।

এর আগে দিনের শুরুতে উইন্ডসর ক্যাসেলে ট্রাম্প ও মেলানিয়াকে স্বাগত জানান উইলিয়াম ও কেট।

আধুনিক কালে ট্রাম্পই প্রথম কোনো নির্বাচিত রাজনীতিক, যিনি দ্বিতীয়বার ব্রিটিশ রাজার আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্য এসেছেন। এর আগে ২০১৯ সালে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে এসেছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.