ডাচ প্রধানমন্ত্রীর সঙ্গে সেনা ঘাঁটি ঘুরলেন জেলেনস্কি, দেখলেন এফ-১৬ যুদ্ধবিমান

0
189
ডাচ প্রধানমন্ত্রীর সঙ্গে সেনা ঘাঁটিতে জেলেনস্কি

আমেরিকায় তৈরি এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনে পাঠানোর জন্য নেদারল্যান্ডস ও ডেনমার্ককে অনুমতি দেওয়ার দুইদিন পরই হঠাৎ নেদারল্যান্ডস সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সাক্ষাৎ করেছেন। খবর আল-জাজিরার

এসময় তিনি ডাচ প্রধানমন্ত্রীর সঙ্গে সেনা ঘাঁটি পরিদর্শন করেন এবং এফ-১৬ যুদ্ধবিমান ঘুরে দেখেন। যে বিমানগুলো নেদারল্যাণ্ডস থেকে তিনি পাবেন বলে আশা করছেন।

এদিকে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট ঘোষণা করেছেন হস্তান্তর প্রক্রিয়ার শর্ত পূরণ হয়ে গেলেই অনির্দিষ্ট সংখ্যক এফ-১৬ যুদ্ধবিমান পাঠাবেন ইউক্রেনে।

মার্ক রুট বলেন, কতগুলো এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনে দেওয়া সম্ভব তা এখনই বলা যাচ্ছে না। কারণ নেদারল্যান্ডসের কাছে ৪২টি এফ-১৬ যুদ্ধবিমান রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.