- ২. পদের নাম: মেইল গার্ড
পদসংখ্যা: ৪
যোগ্যতা: দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল, শেরপুর, লক্ষ্মীপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার জেলা এবং সিরাজগঞ্জ জেলাধীন চৌহালী উপজেলার স্থায়ী বাসিন্দা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। - ৩. পদের নাম: পোস্টম্যান
পদসংখ্যা: ৫০
যোগ্যতা: দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা (উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনভুক্ত এলাকা ব্যতীত), গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ জেলা এবং সুনামগঞ্জ জেলাধীন মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা, কুড়িগ্রাম জেলাধীন চর রাজিবপুর ও রৌমারী উপজেলা এবং সিরাজগঞ্জ জেলাধীন চৌহালী উপজেলার স্থায়ী বাসিন্দা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
- ৪. পদের নাম: প্যাকার
পদসংখ্যা: ৪
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা (উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনভুক্ত এলাকা ব্যতীত), গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ জেলা এবং সুনামগঞ্জ জেলাধীন মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা, কুড়িগ্রাম জেলাধীন চর রাজিবপুর ও রৌমারী উপজেলা এবং সিরাজগঞ্জ জেলাধীন চৌহালী উপজেলার স্থায়ী বাসিন্দা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
- ৫. পদের নাম: মেইল ক্যারিয়ার
পদসংখ্যা: ৬
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল, শেরপুর, লক্ষ্মীপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার জেলা এবং সিরাজগঞ্জ জেলাধীন চৌহালী উপজেলার স্থায়ী বাসিন্দা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। - ৬. পদের নাম: আর্মড গার্ড
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। অস্ত্র চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা এবং সিরাজগঞ্জ জেলাধীন চৌহালী উপজেলার স্থায়ী বাসিন্দা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
- ৭. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১৫
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল, শেরপুর, লক্ষ্মীপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার জেলা এবং সিরাজগঞ্জ জেলাধীন চৌহালী উপজেলার স্থায়ী বাসিন্দা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
- ৮. পদের নাম: রানার
পদসংখ্যা: ৩৭
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা (উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনভুক্ত এলাকা ব্যতীত), গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ জেলা এবং সুনামগঞ্জ জেলাধীন মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা, কুড়িগ্রাম জেলাধীন চর রাজিবপুর ও রৌমারী উপজেলা এবং সিরাজগঞ্জ জেলাধীন চৌহালী উপজেলার স্থায়ী বাসিন্দা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
- ৯. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (সুইপার)
পদসংখ্যা: ২
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পাস। মোট পদের ৮০% জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে। জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সাধারণ প্রার্থী দ্বারা পদ পূরণ করা হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল, শেরপুর, লক্ষ্মীপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার জেলা এবং সিরাজগঞ্জ জেলাধীন চৌহালী উপজেলার স্থায়ী বাসিন্দা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। - ১০. পদের নাম: গার্ডেনার (মালি)
পদসংখ্যা: ১
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পাস। বাগান পরিচর্যার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা (উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনভুক্ত এলাকা ব্যতীত), গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ জেলা এবং সুনামগঞ্জ জেলাধীন মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা, কুড়িগ্রাম জেলাধীন চর রাজিবপুর ও রৌমারী উপজেলা এবং সিরাজগঞ্জ জেলাধীন চৌহালী উপজেলার স্থায়ী বাসিন্দা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
বয়সসীমা
আবেদনকারীর বয়সসীমা ২০২৩ সালের ১৫ জানুয়ারি ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি–নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট বা এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক মোবাইল থেকে ১২১-এ কল করা যাবে। এ ছাড়া alljobs.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে ও টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। মেইল ও মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম, ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ২ থেকে ১০ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা ওয়েবসাইটে দেওয়া পদ্ধতি অনুসরণ করে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।