‘ডন ৩’: চমকের পর চমক

0
36
কিয়ারা আদবানি থেকে শুরু করে শাহরুখ, প্রিয়াঙ্কা চোপড়াসহ অনেক তারকার নাম শোনা যাচ্ছে

‘ডন ৩’ নিয়ে বলিউডে জোর গুঞ্জন অনেক দিন ধরেই চলছে। এবার সেই জল্পনায় আরও ঘি পড়েছে। ফারহান আখতারের এই ছবিতে একসঙ্গে জড়ো হচ্ছেন বলিউডের প্রথম সারির তারকারা।

২০০৬ সালে ফারহানের ‘ডন: দ্য চেজ বিগিনস এগেইন’ ছবিতে ‘ডন’-এর ভূমিকায় দারুণ দাপট দেখিয়েছিলেন শাহরুখ খান। ২০১১ সালে ‘ডন ২: দ্য কিং ইজ ব্যাক’ দিয়েও বাজিমাত করেছিলেন তিনি। সেই ছবিগুলোর রেশ এখনো দর্শকের মনে তাজা। তবে ‘ডন ৩’–এ থাকছে বড় পালাবদল। শাহরুখের বদলে এবার ‘ডন’-এর চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং।

শোনা যাচ্ছে, ছবির নায়িকা হিসেবে থাকছেন কিয়ারা আদবানি। মা হওয়ার পর এটিই হতে যাচ্ছে কিয়ারার প্রথম ছবি। শোনা যাচ্ছে, ছবিতে রণবীর-কিয়ারার জুটি জমবে ভালোভাবেই। এখানেই শেষ নয়; সিনেমাপ্রেমীদের উত্তেজনা বাড়িয়েছে আরও এক খবর। জানা গেছে, এই ছবিতে বিশেষ চরিত্রে ফিরতে পারেন গ্লোবাল তারকা প্রিয়াঙ্কা চোপড়া। তবে তাঁর উপস্থিতি ঠিক কতটুকু, সেটা এখনই পরিষ্কার নয়। আর সবচেয়ে বড় চমক—‘ডন ৩’-এ ক্যামিও চরিত্রে ফিরতে চলেছেন কিং খান শাহরুখ! তবে এটি মোটেও সাধারণ কোনো ক্যামিও নয়; ফারহান আখতার নাকি শাহরুখের জন্য একদম আলাদা করে ‘গ্র্যান্ড ক্যামিও’-র পরিকল্পনা করেছেন।

ফারহান আখতার
ফারহান আখতারশিল্পীর ফেসবুক পেজ

শোনা যাচ্ছে, ফারহান ও শাহরুখের মধ্যে ইতিমধ্যে দীর্ঘ বৈঠক হয়েছে। ছবির গল্প, চরিত্র, দৃশ্য—সবকিছু নিয়েই বিশদ আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। বলিউড মহলের খবর, শাহরুখ এই বিশেষ উপস্থিতির জন্য মৌখিক সম্মতি দিয়েছেন। তবে এই ক্যামিও হবে ঠিক কী ধরনের—গেস্ট অ্যাপিয়ারেন্স, নাকি ভবিষ্যতে বড় কিছু পরিকল্পনার ইঙ্গিত, তা এখনো রহস্য।

শুধু রোমান্স আর অ্যাকশন নয়, ছবিতে থাকছে আরও বড় টুইস্ট। জানা গেছে, ছবির মূল ভিলেনের চরিত্রে থাকবেন বিক্রান্ত ম্যাসি। তাঁকে এই চরিত্রে দেখা যাবে একদম নতুন রূপে। এদিকে ছবির গল্প নিয়েও জোর রহস্য। যদিও পরিচালক বা প্রযোজক—কারও পক্ষ থেকেই এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
শাহরুখ খান এখন নিজের আসন্ন ছবি ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত। সে কাজ শেষ করলেই শুরু হবে ‘ডন ৩’-এর শুটিং। সব ঠিকমতো চললে ২০২৬ সালের বড় কোনো উৎসবে মুক্তি পেতে পারে বহুল আলোচিত এই সিনেমা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.