ডলারের দাম বৃদ্ধিতে আবারও বাড়ছে ভারতে যাওয়ার ট্রেনের ভাড়া। বর্ধিত ভাড়া আগামী ১০ নভেম্বর থেকে কার্যকর হবে।
রেলওয়ের উপপরিচালক মিহরাবুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত বছরের ডিসেম্বরে এবং চলতি বছরের জুলাইয়ে দুই দফা ট্রেনের ভাড়া বাড়ে। সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ভ্রমণ কর বৃদ্ধি পাওয়ায় তা জুলাইয়ে কার্যকর করে বর্ধিত ভাড়ায় যোগ করা হয়।
এবার ট্রেন ভাড়ার সঙ্গে শুধু ডলারের বর্ধিত দাম করা হয়েছে। এতে ট্রেন ও শ্রেণিভেদে ৩৫ থেকে ১৫০ টাকা পর্যন্ত ভাড়া বাড়ছে।
২০০৮ সালে চালু হওয়া ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসের এসি সিটের ভাড়া ৪ হাজার ৭৯৫ টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এসি চেয়ারের ভাড়া ৩ হাজার ৫৩০ থেকে বেড়ে হচ্ছে ৩ হাজার ৬০০ টাকা।
২০১৭ সালের নভেম্বরে চালু হওয়া খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস যশোরের বেনাপোল হয়ে ভারতে যায়। ট্রেনটির এসি সিটের ভাড়া ৫০ টাকা বাড়িয়ে ২ হাজার ৯৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এসি চেয়ারের ভাড়া ৩৫ টাকা বাড়িয়ে করা হয়েছে ২ হাজার ৩০০ টাকা।
ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটের মিতালী এক্সপ্রেসের এসি বার্থের ভাড়া ৬ হাজার ৫৭০ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার ৭২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
একই ট্রেনের এসি সিটের ভাড়া ৪ হাজার ১৭৫ থেকে বেড়ে হয়েছে ৪ হাজার ২৯০ টাকা। এসি চেয়ারের ভাড়া ৩ হাজার ৭৮৫ থেকে বাড়িয়ে ৩ হাজার ৮৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সব ট্রেনেই ৫ বছরের কম বয়সীদের জন্য ভাড়ায় ৫০ শতাংশ ছাড় রয়েছে।