রাজশাহী থেকে আসা আন্তঃনগর পদ্মা এক্সপ্রেসের ইঞ্জিন ও একটি বগি জয়দেবপুর রেল জংশনে লাইনচ্যুত হওয়ায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছাড়তে দেরি হচ্ছে। ফলে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী-খুলনা রুটের ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারও যাত্রী।
শনিবার (৯ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে জয়দেবপুর স্টেশনের ঠিক আগমুহূর্তে এ দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুতির কারণে গাজীপুর চৌরাস্তা থেকে রাজবাড়ি সড়ক পর্যন্ত যান চলাচলও বন্ধ হয়ে যায়।
রাত ১১টায় সরেজমিনে কমলাপুর স্টেশনে দেখা যায়, অনেক যাত্রী নির্ধারিত সময়ের পরও প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন। রাত ১১টার আগে কুড়িগ্রাম ও লালমনিরহাট এক্সপ্রেস বিলম্বে স্টেশন ছাড়লেও, সিলেটগামী উপবন এক্সপ্রেস এবং মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস নির্ধারিত সময়ের অনেক পরও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল।
পদ্মা এক্সপ্রেসের এক যাত্রী জানান, স্টেশনে এসে শুনলাম ট্রেন লাইনচ্যুত হয়েছে। উদ্ধারকাজ চলছে। কখন আসবে জানি না—যদি রাত সাড়ে ১২টায়ও আসে, তবু দুই ঘণ্টা দেরি হয়ে যাবে।
রেলওয়ে তথ্যকেন্দ্র থেকে জানা যায়, লাইনচ্যুত ট্রেন উদ্ধার শেষে গন্তব্যে পাঠানোর চেষ্টা চলছে। তবে দেরি কতটা হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এরই মধ্যে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে জানান, ট্রেনের দেরি নিয়ে আগে থেকেই কোনো সঠিক তথ্য না পাওয়ায় তাদের ভোগান্তি আরও বেড়েছে।