ট্রাম্পের বৈঠকের আগে মোদির সঙ্গে ইলন মাস্কসহ যুক্তরাষ্ট্রের তিন উচ্চপদস্থ কর্মকর্তার সাক্ষাৎ

0
5
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম উপদেষ্টা ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক বৃহস্পতিবার ওয়াশিংটনে ব্লেয়ার হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন, ছবি: ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের এক্স অ্যাকাউন্ট থেকে নেওয়া

ওয়াশিংটনে দুই দিনের সফর শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়াশিংটনে বৃহস্পতিবার পৌঁছানোর কয়েক ঘণ্টা পর ট্রাম্প প্রশাসনের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে তিনি বৈঠক করেন। তাঁদের মধ্যে রয়েছেন ইলন মাস্ক, মাইকেল ওয়াল্টজ ও তুলসী গ্যাবার্ড। মোদি এমন এক সময়ে যুক্তরাষ্ট্র সফর করছেন, যখন প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে শুল্ক আরোপের বিষয়ে হুমকি দেওয়া হয়েছে।

গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ট্রাম্প। তাঁর দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর এটাই প্রথম ওয়াশিংটন সফর।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ বৃহস্পতিবার ওয়াশিংটনে ব্লেয়ার হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ বৃহস্পতিবার ওয়াশিংটনে ব্লেয়ার হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন, ছবি: ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের এক্স অ্যাকাউন্ট থেকে নেওয়া

মোদি বৃহস্পতিবার তাঁর দিন শুরু করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজের সঙ্গে বৈঠকের মাধ্যমে। এরপর ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম উপদেষ্টা ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এ দুজনের সঙ্গে বৈঠকের পাশাপাশি রিপাবলিকান দলের নেতা বিবেক রামাস্বামীও মোদির সঙ্গে বৈঠক করেন। এর আগে নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে পৌঁছানোর পর তাঁর সঙ্গে প্রথমে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার নতুন পরিচালক তুলসী গ্যাবার্ড।

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসি গ্যাবার্ড বৃহস্পতিবার ওয়াশিংটনে ব্লেয়ার হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসি গ্যাবার্ড বৃহস্পতিবার ওয়াশিংটনে ব্লেয়ার হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন, ছবি: ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের এক্স অ্যাকাউন্ট থেকে নেওয়া

দুই দিনের ফ্রান্স সফর শেষ করে বৃহস্পতিবার ওয়াশিংটনে যান নরেন্দ্র মোদি। সেখানে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে মোদি বলেন, তিনি তাঁর বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। এ সময় তিনি ট্রাম্পের প্রথম মেয়াদে একত্রে কাজ করার বিষয়টি উল্লেখ করেন।

হিন্দুস্তান টাইমস

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.