কেনিংটন ওভালের উইকেট সুবজ। উপমহাদেশের দলের জন্য সেখানে শুরুতে ব্যাটিং করা কঠিন। টস জিতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার বোলিং করার সিদ্ধান্ত নিতে তাই দেরি হয়নি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শুরুতে ব্যাট হাতে ভালো পরীক্ষা দিতে হবে অস্ট্রেলিয়ার।
দশ বছর আইসিসির শিরোপা জিততে পারে না ভারত। সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও হেরেছে দলটি। এবার ফাইনাল অভিশাপ কাটাতে মরিয়া রোহিত শর্মার দল। ওই লক্ষ্যে চার পেসার ও স্পিন অলরাউন্ডার রবিন্দ্র জাদেজাকে নিয়ে খেলছে তারা।
অভিজ্ঞ রবিশচন্দন অশ্বিন একাদশে জায়গা পাননি। সবুজ উইকেটের কারণেই এক স্পিনার নিয়ে খেলছে দেশটি। অন্যদিকে অস্ট্রেলিয়া তিন নিয়মিত পেসার প্যাট কামিন্স, মিশেল স্টার্ক ও বোল্যান্ডকে নিয়েছে। সঙ্গে আছেন পেস অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। স্পিন আক্রমণ সামলাবেন নাথান লায়ন।
ভারতের একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রবিন্দ্র জাদেজা, শ্রীকর ভারত, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরুন গ্রিন, অ্যালেক্স কেরি, প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, স্কট বোল্যান্ড, নাথান লায়ন।