ডিরেক্ট মেসেজ সুবিধায় এন্ড–টু–এন্ড এনক্রিপশন সুবিধা যোগ করতে গোপনে কাজও শুরু করেছে টুইটার। এ বিষয়ে খুদে ব্লগ লেখার সাইটটি আনুষ্ঠানিকভাবে মন্তব্য না করলেও টুইটারে সোর্স কোডে ‘এনক্রিপশন কি’ নামের একটি কোডের সন্ধান পেয়েছেন গবেষক জেন মাঞ্চেন ওয়াং।
ডিরেক্ট মেসেজে এন্ড–টু–এন্ড এনক্রিপশন সুবিধা চালুর বিষয়ে টুইটারে টুইটও করেন জেন মাঞ্চেন ওয়াং। তাঁর করা টুইটের নিচে চোখ দিয়ে কটাক্ষ হানার ইমোজি ব্যবহার করে এনক্রিপশন সুবিধা চালুর ইঙ্গিত দিয়েছেন টুইটারের নতুন মালিক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।
সূত্র: ইন্ডিয়া টুডে