টানা বৃষ্টিপাতে চট্টগ্রামের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। জলাবদ্ধতার কারণে নগরীর কাতালগঞ্জ, ওয়াসা, জিইসিসহ বেশ কিছু এলাকা দিয়ে চলাচলে দুর্ভোগে পড়েন পথচারীরা।
রোববার (২৭ জুলাই) সরজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।
স্থানীয়রা জানা, জলাবদ্ধতার কারণে পরিবহন সংকট দেখা দিয়েছে। এই সুযোগে রিকশা ও সিএনজি অতিরিক্ত ভাড়া চাচ্ছে। নালা, ড্রেনে আবর্জনা জমে থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে অভিযোগ করেন তারা।
চট্টগ্রাম সিটি করপোরেশন জানায়, আগের মতো জলাবদ্ধতা স্থায়ী না হয়ে ঘণ্টা খানেকের মধ্যে পানি নেমে যাচ্ছে। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হলে নগরীতে জলাবদ্ধতা তৈরি হবে না। নগরীর জলাবদ্ধতা নিরসনে বেশ কয়েকটি মেগা প্রকল্প চলমান রয়েছে। যার মোট ব্যয় ১৪ হাজার ৩৯ কোটি টাকা।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৬৭.৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।