টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দেওয়া ঠিক হবে না

0
167
অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

নতুন করে টাকা ছাপিয়ে সরকারকে ঋণ না দিতে বাংলাদেশ ব্যাংককে পরামর্শ দিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। কেননা এ ধরণের প্রবণতা মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে এক বৈঠকে তিনি এমন পরামর্শ দিয়েছেন। বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাহুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, ‘দেশের বর্তমান অর্থনৈতিক সংকট নিরসনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ খুবই জরুরি। বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের কার্য্রক্রমে সহায়ক হতে পারে বিবেচনায় অর্থনীতিবিদসহ বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন গভর্নর। তিনি বর্তমান মুদ্রানীতির যথাযথ বাস্তবায়ন এবং নতুন করে টাকা ছাপিয়ে সরকারকে ঋণ না দেওয়ার জন্য গভর্নরকে পরামর্শ দিয়েছেন। ভবিষ্যতে অন্যান্য  অর্থনীতিবিদ, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, বিভিন্ন চেম্বার অব কমার্স এবং অর্থনৈতিক খাতের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ-আলোচনা পর্যায়ক্রমে চলতে থাকবে।’

গত বুধবার ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিএবি প্রতিনিধিদলের বৈঠকেও বাংলাদেশ ব্যাংকের গভর্নর মূল্যস্ফীতি নিয়ে আলোচনায় ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার বিষয়ে তার বর্তমান অবস্থান উল্লেখ করেন। তিনি জানান, মূল্যস্ফীতির চাপ কমাতে টাকা ছাপানোর মাধ্যমে অতিরিক্ত ঋণ না নিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সরকারের উচ্চ পর্যায়ে সুপারিশ করা হয়েছে। সরকার তা আমলে নিয়ে ব্যবস্থা নিতে বলেছে। বাংলাদেশ ব্যাংক থেকে ইতিমধ্যে সরকারের ঋণ কমতে শুরু করেছে।

মেজবাহুল হক বলেন, ‘আলোচনায় যেসব পরামর্শ আসবে, বর্তমান সংকট নিরসেন চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। যেমন আমদানি নিয়ন্ত্রণ এবং রপ্তানি ও রেমিট্যান্স বাড়াতে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। উন্নত দেশগুলোতে মূল্যস্ফীতি এবং সুদের হার বেড়ে যাওয়ায় বাংলাদেশও তার মাশুল গুনছে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.