টাইফুন কোইনুর প্রভাবে ভূমিধসের আশঙ্কায় তাইওয়ানের দক্ষিণাঞ্চলে স্কুল ও বিমান চলাচল বাতিল করা হয়েছে। এতে বৃহস্পতিবার ১০০টিরও বেশি আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে। একই সঙ্গে দেশটির দূরবর্তী দ্বীপগুলোতে ফেরি পরিষেবাগুলোও বন্ধ করেছে কর্তৃপক্ষ। ভূমিধসের আশঙ্কায় ২০০ জনেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে। খবর: এনডিটিভি
এদিকে টাইফুনের প্রভাবে উপকূলে আছড়ে পড়া ঢেউ সাত মিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন বলছে, টাইফুন কোইনু বর্তমানে তাইওয়ানের দক্ষিণাঞ্চলের দ্বীপ থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থান করছে, যা প্রতি ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে এরই মধ্যে ইলান এবং নিউ তাইপেই শহরে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।
তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের প্রধান লু কুও-চেন বলেছেন, ‘ ধারণা করা হচ্ছে আগামীকাল (বৃহস্পতিবার) সকালে তাইওয়ানের দক্ষিণ প্রান্ত হেংচুন উপদ্বীপের ওপর দিয়ে যাবে।’