সুপার ফোরে আজ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হারে সাকিব-মুশফিকরা। ৯ দিনের ব্যবধানে আবারও শ্রীলঙ্কার মুখোমুখি টাইগাররা। ফাইনালের সম্ভাবনা ধরে রাখার জন্যও এ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন বাঁচা-মরার ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। একজন ব্যাটার কমিয়ে বোলার খেলাবেন সাকিব। সেক্ষেত্রে আফিফ হোসেনকে বসিয়ে একাদশে এসেছেন নাসুম আহমেদ।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।