বাংলাদেশ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার চতুর্থ ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছেন টাইগার যুবারা। শনিবার সকাল সাড়ে ৯টায় রাজশাহীর শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে ৩১ রান সংগ্রহ করেছে যুবারা।
এদিকে ১৩ বছর পর রাজশাহীতে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। গত বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হয়। ওই ম্যাচে বাংলাদেশের যুবারা জয়লাভ করে। তবে স্টেডিয়ামে দর্শকদের প্রবেশের সুযোগ ছিল না। এ নিয়ে দর্শকদের ক্ষোভ ছিল। তবে আজ দর্শকরা স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পেয়েছেন। গ্যালারিতে বসে খেলা দেখতে পারায় খুশি দর্শকরা।
নগরীর একটি স্কুলের শিক্ষক আব্দুল লতিফ চৌধুরী বলেন, রাজশাহীতে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হচ্ছে। স্টেডিয়ামের পাশেই আমার বাসা, তারপরও গত ম্যাচটি দেখতে পারিনি। আজ সুযোগ পেয়ে স্টেডিয়ামে খেলা দেখতে এসেছি। খুবই ভালো লাগছে।
নাটোরের মো. শামীম বলেন, নাটোর থেকে খেলা দেখতে রাজশাহীতে এসেছি। ক্রিকেটকে ভালোবেসে খেলা দেখতে এসেছি।