‘ঝুমুর’ ছাড়াও ঐন্দ্রিলা অভিনয় করেছেন ‘জীবন জ্যোতি’, ‘জিয়ন কাঠি’ ইত্যাদি টিভি সিরিয়ালে। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্মেও করেছেন ‘ভাগাড়’, ‘পাঁচফোড়ন ২’-এর মতো ওয়েব সিরিজ। এভাবেই তিনি হাঁটছিলেন তাঁর স্বপ্ন পূরণের পথেই। আগামী দিনের অন্যতম সম্ভাবনাময় অভিনেত্রী মনে করা হচ্ছিল তাঁকে।
১৭ বছর বয়স থেকে ঐন্দ্রিলাকে ক্যানসারের সঙ্গে লড়তে হয়েছে। একবার সুস্থ হওয়ার পর গত বছর আবারও ক্যানসার ধরা পড়ে। জটিল অস্ত্রোপচার শেষে কিছুটা সুস্থ হতেই ফিরেছিলেন কাজে। তাঁকে দেখা গিয়েছিল জি বাংলা অরিজিনালের ছবি ‘ভোলে বাবা পার করেগা’-তে। উপস্থিত হয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চেও। ‘ভাগাড়’-এর সাফল্যের পর আরও একটি ওয়েব সিরিজে কাজ করার কথা ছিল। কথা ছিল গোয়ায় শুটিং করতে যাবেন ইউনিটের সঙ্গে। কিন্তু এর আগেই আচমকা আবার কঠিন রোগে আক্রান্ত হন ঐন্দ্রিলা।
চলতি মাসের প্রথম দিন মস্তিষ্কে রক্তক্ষরণ হয় ঐন্দ্রিলার। এরপর ২০ ছিলেন হাসপাতালেই।
১৯৯৮ সালের ৫ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের বহরমপুরে জন্ম নেওয়া ঐন্দ্রিলা কলকাতায় এসেছিলেন অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে। তবে সে স্বপ্ন পুরোপুরি পূরণের আগেই আজ চলে গেলেন তিনি।