ফিচারবাংলাদেশ ঝালকাঠিতে যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১০ দ্বারা ProvatAlo - জুলাই ২২, ২০২৩ 0 251 FacebookTwitterPinterestWhatsApp সড়ক দুর্ঘটনা ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের কাছে একটি পুকুরে যাত্রীবাহী বাস পড়ে ১০ জন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) গৌতম কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।