জ্বালানি চুক্তির অনিয়মগুলো খতিয়ে দেখবে শ্বেতপত্র কমিটি এমনটাই জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য।মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে শ্বেতপত্র কমিপির দ্বিতীয় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
এ সময় তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং সেক্টর, মেগা প্রকল্প ও বিভিন্ন আর্থিক খাত খতিয়ে দেখা হবে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিভিন্ন দেশে অবসস্থানরত বিশিষ্টজনদের কথা বলবে শ্বেতপত্র কমিটি।
তিনি আরও বলেন, প্রয়োজন হলে এই শ্বেতপত্র নিয়ে সমাজের বিভিন্ন অংশের সাথে আলোচনা করা হবে। সভায় আগামী ২ মাসের মধ্যে কিভাবে সিদ্ধান্ত নেয়া হবে সেই বিষয়েও আলোচনা করা হয়।