মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, “১এমডিবি বিনিয়োগ তহবিল কেলেঙ্কারির ঘটনায় অর্থলগ্নিকারী জো লৌকে দেশে ফিরিয়ে আনতে ‘অনেকগুলো দেশের সঙ্গে’ মালয়েশিয়া সরকারের আলোচনা চলছে।”
মালয়েশিয়ার রাষ্ট্রীয় ফান্ডের সাড়ে ৪ বিলিয়ন মার্কিন ডলার সমান অর্থ লুটপাটের ঘটনায় জো লৌকে মূলহোতা আখ্যায়িত করছে দেশটির সরকার।
তবে ২০১৮ সাল থেকে পলাতক এই ব্যবসায়ী কোথায় লুকিয়ে আছেন তা নিয়ে কিছু বলেননি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। জো লৌ চীনে আত্মগোপনে আছেন বলে বেশ কয়েকবার মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে।
এই ১এমডিবি বিনিয়োগ তহবিল কেলেঙ্কারির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককেও জড়িত বলে সন্দেহ করা হয়। ২০১৮ সালে এই ঘটনাকে কেন্দ্র করেই ক্ষমতা হারান নাজিব রাজাক। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট