জুলাই হত্যাকাণ্ডের মামলায় সেই পুলিশ সদস্যের জামিন স্থগিত

0
18
হাইকোর্ট

জুলাই আন্দোলনে হাইকোর্টে জামিন হওয়া পুলিশ কর্মকর্তা সাজ্জাদ উজ জামানকে দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।

আজ বুধবার (২০ আগস্ট) সকালে রাষ্ট্রপক্ষের জামিন স্থগিতের আবেদনের প্রেক্ষিতে চেম্বার জজ মো. রেজাউল হক এ আদেশ দেন।

এর আগে, জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীর ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলায় পুলিশের এসআই সাজ্জাদ-উজ্জামানকে হাইকোর্টের একটি বেঞ্চ জামিন দেন। এ নিয়ে মঙ্গলবার শহীদ পরিবারের সদস্যরা সচিবালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ-প্রতিবাদ করেন।

পরে, বেশ কিছু দাবি তুলে ধরে কার্যক্রম স্থগিত করে। তাদের দাবি, সদ্য জামিনপ্রাপ্ত যাত্রাবাড়ী থানার এসআই সাজ্জাদ উজ জামানকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। সেইসাথে বুধবারের মধ্যে দুই বিচারপতির বহিষ্কার এবং আইন উপদেষ্টাকে শোকজ করতে হবে। অন্যথায়, আগামী রোববার থেকে সচিবালয় বা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ঘেরা করার ঘোষণা দেওয়া হয়েছে।

এ বিষয়ে গতকাল অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে বলেন, জুলাই হত্যাকাণ্ডে শহীদ পরিবারের করা একটি মামলায় হাইকোর্ট পুলিশ বাহিনীর একজন সদস্যকে জামিন দিয়েছে। এটি নিয়ে শহীদ পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়েছেন। তবে এই জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.