জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে ‘আমি জুলাই–এর গল্প বলবো বন্ধু’ শিরোনামে গান প্রকাশ করেছেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। গতকাল ইউটিউবে গানটি প্রকাশ করেছেন তিনি।
গানটি নিয়ে সায়ান বলেন, ‘একটা গানে খুব বেশি গল্প ধরে না। খুব বেশি ভালোবাসা ধরে না। খুব বেশি স্মরণ করা যায় না। খুব বেশি সম্মান ধরে না। তবু গানই এখনো আমার সবচেয়ে বিশ্বস্ত সহজ চেনা আশ্রয়, নিজের অনুভূতি, ভালোবাসা, বিদ্রোহ, রাগ, দুঃখ, প্রেম, অভিমান…সবকিছু প্রকাশের।’
গানটির শ্রোতাদের উদ্দেশে ইউটিউবে মন্তব্যের ঘরে লিখেছেন, ‘আপনাদের সমর্থন এবং ভালোবাসা সব সময়ই আমার যাত্রায় আমাকে শক্তি জোগায়। আপনাদের অসমর্থন এবং সব রকমের মতামতও আমাকে সব সময় ভাবায় এবং আমার যাত্রাকে সমৃদ্ধ করে। সব মিলিয়ে আমার এই গান বাজনা, কবিতা, প্রতিবাদ ইত্যাদির যাত্রাতে আপনাদের অংশগ্রহণ আমার সমস্ত প্রয়াসকে অর্থবহ করে। আমি তার জন্য আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি। আগামীতেও আমার গান কবিতা এবং প্রতিবাদ, এখানে থাকবে, আপনারাও সেই যাত্রায় স্ব-আগ্রহে থাকবেন এই আমার আশা।’
গানটি শুনে অনেকে প্রশংসা করেছেন। তাহমিনা আক্তার নামে এক শ্রোতা লিখেছেন, ‘চোখের পানি ধরে রাখতে অক্ষম আমি। কারণ, এখনো রয়েছে কলিজায় বাংলাদেশ।’ হাবিব নামে আরেক শ্রোতা লিখেছেন, ‘আমি জুলাই বিক্রি করি না। অনেক ধন্যবাদ, এত সুন্দর করে বলার জন্য।’
আরেক শ্রোতা লিখেছেন, ‘গানটির প্রতিটি লাইন হৃদয় ছুঁয়ে যায়। আমরা জুলাই ভুলতে দেব না বন্ধু।’
গানটির সুর, কথা, কণ্ঠ দিয়েছেন সায়ান, সংগীতায়োজন করেছেন শফিকুজ্জামান শাওন ও ভিডিও নির্মাণ করেছেন সুরঞ্জিত কুমার রক্ষিত।