জুলাই আন্দোলনে যেসব নারী ও শিশু নিহত হয়েছে তাদের হারিয়ে যেতে দেব না। তাদের নিয়ে সংকলন করা হবে বলে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
রোববার (৬ জুলাই) নারায়ণগঞ্জের সদর এলাকার নয়ামাটিতে গুলিতে নিহত শিশু রিয়া গোপ ও সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় বাসায় গুলিবিদ্ধ হয়ে নিহত গৃহবধূ সুমাইয়ার পরিবারে সাথে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।
এ সময় শারমীন এস মুরশিদ বলেন, ‘যারা শহীদ হয়েছে তাদের পূর্ণ হক ঠিক মতো পায় সেটা নিয়ে নারায়ণগঞ্জের ডিসি কাজ করছে। মন্ত্রণালয়ের অধীনে যতটুকু শক্তি আছে, রিসোর্স আছে সেগুলো কাজে লাগিয়ে শহীদ মেয়েটির পরিবারের জন্য কিছু করতে পারি। তাদের পরিবারের পাশে থেকে একটু এগিয়ে দিতে পারি সেটি নিয়ে কাজ করছি।’
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিরব রায়হানসহ অন্যান্য নেতারা।