জুলাই-আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে: নাহিদ

0
21
দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে ঠাকুরগাঁও শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় এনসিপির পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে

জুলাই-আগস্টের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আজ শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান নাহিদ।

জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে নাহিদ ইসলাম বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম সারা দেশেই চলছে। আপনারা আমাদের হাতকে শক্তিশালী করবেন, তরুণ ও বিকল্প নেতৃত্বকে বেছে নেবেন। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র, মৌলিক সংস্কার, জুলাই গণহত্যার বিচার ও নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করছি। অবশ্যই জুলাই-আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। সাংবিধানিক ভিত্তি থাকবে এই জুলাই ঘোষণাপত্রের। যে কারণে আমার দেশের হাজারো মানুষ রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগ ও তাঁদের আকাঙ্ক্ষার ভিত্তিতে বাংলাদেশ হবে।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা জানি জুলাই-আগস্টে ঠাকুরগাঁওয়ে ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠেছিল। হাজার হাজার শিক্ষার্থী রাজপথে নেমে এসেছিল।’ তিনি আরও বলেন, ‘আমরা মনে করি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখনো হয়নি। আগের সিস্টেম এখনো রয়ে গেছে। সেই সিস্টেম বিলোপ করে নতুন দেশ গঠনের জন্যই আমরা লড়াই করে যাচ্ছি।’

বক্তব্যে ঠাকুরগাঁওবাসীর নানা সমস্যা তুলে ধরে এনসিপির আহ্বায়ক নাহিদ বলেন, ‘আমরা জানি, ঠাকুরগাঁওয়ে কৃষক সমাজ অবহেলিত রয়েছে। তাঁরা ফসলের ন্যায্যমূল্য পান না। আমরা সেই কৃষকদের জন্য কাজ করতে চাই। সেই কৃষকের সন্তানেরা ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়েন। তাঁরাই কিন্তু এই গণ–অভ্যুত্থান শুরু করেছিলেন।’

সীমান্ত হত্যা ও পুশইন প্রসঙ্গও বক্তব্যে তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকায় সীমান্ত হত্যা বড় সমস্যা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের নাগরিকদের নির্বিচার গুলি করে হত্যা করে। এই সীমান্ত হত্যা আমরা যেকোনো মূল্যে বন্ধ করব।’ নাহিদ ইসলাম বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা দেখছি ভারতে যে মুসলিম রয়েছে, তাঁদের অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করা হয়। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়। এটা গণ–অভ্যুত্থানের পর ছাত্র-জনতার বাংলাদেশ। বাংলাদেশপন্থীদের হাতেই বাংলাদেশ চলবে।’

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মর্তুজা (সেলিম)। আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.