জুন মাসের সেই দিনপঞ্জিতে যা লিখেছিলেন মুনীর চৌধুরী

0
140
মুনীর চৌধুরী

১৯৪৯ সালে তখনো ছিল জুন মাস। ঢাকা সেন্ট্রাল জেলে কারাবন্দি মুনীর চৌধুরী তাঁর প্রেমিকার উদ্দেশ্যে লিখছিলেন আবেগমথিত দিনপঞ্জি। একই বছরের ৯ মার্চ গ্রেপ্তার হয়েছিলেন তিনি। ততদিনে রাজনীতি ছেড়ে খুলনার দৌলতপুরে ব্রজলাল কলেজে ইংরেজির প্রভাষক পদে যোগ দিয়েছিলেন এই নাট্যকার। মুনীর চৌধুরীর অরাজনৈতিক জীবন যাপন করতে চাওয়ার পেছনে বড় কারণ ছিল লিলি মির্জার সঙ্গে তাঁর প্রেম। অভিনয় ও নৃত্যকলায় আগ্রহী এই তরুণীকে তিনি জীবনসঙ্গিনী করতে চেয়েছিলেন। ঘটনা সেদিকে গড়ানোর আগেই তিনি বন্দি হয়ে যান। এই দিনপঞ্জির সবকিছুই তাঁর প্রেমিকার উদ্দেশে নিবেদিত। পরে অবশ্য লিলি মির্জার সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হয় তিনি। তখন থেকে লিলি মির্জা পরিচিত হন লিলি চৌধুরী নামে।  ১৯৭১ সালের ডিসেম্বর মাসে পাকিস্তানি সৈন্যদের হাতে শহীদ হন মুনীর চৌধুরী। প্রথমা প্রকাশন মুনীর চৌধুরী ও তাঁর স্ত্রী লিলি চৌধুরীর সেই সময়ের দিনপঞ্জি নিয়ে

‘দিনপঞ্জি–মনপঞ্জি–ডাকঘর১৯৪৯ সালে তখনো ছিল জুন মাস। ঢাকা সেন্ট্রাল জেলে কারাবন্দি মুনীর চৌধুরী তাঁর প্রেমিকার উদ্দেশ্যে লিখছিলেন আবেগমথিত দিনপঞ্জি। একই বছরের ৯ মার্চ গ্রেপ্তার হয়েছিলেন তিনি। ততদিনে রাজনীতি ছেড়ে খুলনার দৌলতপুরে ব্রজলাল কলেজে ইংরেজির প্রভাষক পদে যোগ দিয়েছিলেন এই নাট্যকার। মুনীর চৌধুরীর অরাজনৈতিক জীবন যাপন করতে চাওয়ার পেছনে বড় কারণ ছিল লিলি মির্জার সঙ্গে তাঁর প্রেম। অভিনয় ও নৃত্যকলায় আগ্রহী এই তরুণীকে তিনি জীবনসঙ্গিনী করতে চেয়েছিলেন। ঘটনা সেদিকে গড়ানোর আগেই তিনি বন্দি হয়ে যান। এই দিনপঞ্জির সবকিছুই তাঁর প্রেমিকার উদ্দেশে নিবেদিত। পরে অবশ্য লিলি মির্জার সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হয় তিনি। তখন থেকে লিলি মির্জা পরিচিত হন লিলি চৌধুরী নামে।  ১৯৭১ সালের ডিসেম্বর মাসে পাকিস্তানি সৈন্যদের হাতে শহীদ হন মুনীর চৌধুরী। প্রথমা প্রকাশন মুনীর চৌধুরী ও তাঁর স্ত্রী লিলি চৌধুরীর সেই সময়ের দিনপঞ্জি নিয়ে ‘দিনপঞ্জি–মনপঞ্জি–ডাকঘর শিরোনামে একটি বই বের করেছিল বছর কয়েক আগে। পাঠক চাহিদা থাকায় সম্প্রতি আবার বইটির নতুন মুদ্রণ প্রকাশিত হয়েছে। প্রথম আলোর পাঠকদের জন্য সেই বই থেকে এখানে থাকল মুনীর চৌধুরীর জুন মাসের দিনপঞ্জির কিছু অংশ, যেখানে উদ্ভাসিত হয়েছে প্রেমিক মুনীর চৌধুরীর অন্য এক অবয়ব। পাশাপাশি সেই সময়ের অবরুদ্ধ বাস্তবতার ছবিও এতে পাওয়া যায়।

 ’ শিরোনামে একটি বই বের করেছিল বছর কয়েক আগে। পাঠক চাহিদা থাকায় সম্প্রতি আবার বইটির নতুন মুদ্রণ প্রকাশিত হয়েছে। প্রথম আলোর পাঠকদের জন্য সেই বই থেকে এখানে থাকল মুনীর চৌধুরীর জুন মাসের দিনপঞ্জির কিছু অংশ, যেখানে উদ্ভাসিত হয়েছে প্রেমিক মুনীর চৌধুরীর অন্য এক অবয়ব। পাশাপাশি সেই সময়ের অবরুদ্ধ বাস্তবতার ছবিও এতে পাওয়া যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.