জিরোনাকে হারিয়ে বার্সার ঘাড়ে নিশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ

0
53
রিয়াল মাদ্রিদ
লা লিগায় অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে বার্সেলোনা পেছনে ফেলার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের সামনে। কিন্তু সেই ম্যাচে জয় তুলতে পারেনি লস ব্লাঙ্কোসরা। তবে জিরোনাকে বড় ব্যবধানে হারিয়ে বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
 
শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে জিরোনার মাঠে তাদের ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। গোল তিনটি করেন জুড বেলিংহ্যাম, কিলিয়ান এমবাপ্পে এবং আর্দা গিল।
 
এদিন ম্যাচের প্রথম আধা ঘণ্টায় একটু পরপরই রিয়ালের রক্ষণে ভীতি ছড়ায় জিরোনা। ত্রয়োদশ মিনিটে ব্রায়ান হিলের শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। ২৮তম মিনিটে ডনি ফন ডি বিকের শট ক্রসবারের একটু ওপর দিয়ে উড়ে যায়।
 
জিরোনার মাঠে প্রথমে সেইভাবে আক্রমণ করতে পারেনি রিয়াল। ৩৪তম মিনিটে প্রথম শট লক্ষ্যে রাখতে পারে তারা। বক্সের বাইরে থেকে ব্রাহিম দিয়াসের শট ঝাঁপিয়ে ঠেকান জিরোনার গোলরক্ষক। পরের মিনিটে এমবাপ্পের প্রচেষ্টাও রুখে দেন তিনি।
 
তবে ৩৬তম মিনিটে বেলিংহ্যামের গোলে এগিয়ে যান রিয়াল মাদ্রিদ। বক্সে বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি স্বাগতিকরা। ছুটে গিয়ে জোরাল শটে জালে পাঠান এই ইংলিশ মিডফিল্ডার। লা লিগায় টানা পাঁচ ম্যাচে গোলের দেখা পেলেন তিনি। ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।
 
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ব্যবধান দ্বিগুণ করে লস ব্লাঙ্কোসরা। ৫৫তম মিনিটে অধিনায়ক লুকা মদ্রিচের পাস মাঝমাঠে পেয়ে থ্রু বল বাড়ান বেলিংহ্যাম। প্রতিপক্ষের দুজনের মাঝ দিয়ে ক্ষিপ্র গতিতে বল ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন গিলের। এটি চলতি মৌসুমে প্রথম গোল এই তরুণ মিডফিল্ডারের।
 
৬২তম মিনিটে ব্যবধান ৩-০ করেন সবশেষ তিন ম্যাচে দুটি পেনাল্টি মিস করা এমবাপ্পে। মদ্রিচের পাস ধরে ডান দিক দিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে বল জালে পাঠান ফরাসি তারকা। এটি লা লিগায় নবম গোল।
 
৮১তম মিনিটে এমবাপের জায়গায় তরুণ ব্রাজিলিয়ান এন্দ্রিককে নামান কোচ আনচেলত্তি। আর কোনো গোল না হওয়ায় ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
 
এতে লা লিগায় ১৬ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা এবং ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তিনে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.