ইসরায়েলের বিরুদ্ধে মানবিক যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে শনিবারের জিম্মি মুক্তির সময় পিছিয়ে দিয়েছে গাজার সশস্ত্র বাহিনী হামাস।
কথা ছিল, শনিবার যুদ্ধবিরতির দ্বিতীয় দিন গাজায় আরও ত্রাণবাহী ট্রাকবহর প্রবেশ করবে; পাশাপাশি ১৪ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস, বিনিময়ে ইসরায়েলও ৪২ জন ফিলিস্তিনি বন্দিকে তাদের কারাগার থেকে মুক্তি দেবে। খবর বিবিসির
হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, চুক্তি অনুযায়ী যে কয়টি ট্রাকের ত্রাণ নিয়ে গাজায় প্রবেশ করার কথা ছিল তা হয়নি, বাধা দিয়েছে ইসরায়েল।
তিনি বলেন, ‘গাজার উত্তরাঞ্চলে ত্রাণ নিয়ে ১০০টি ট্রাক প্রবেশের কথা থাকলেও ইসরায়েল মাত্র তিনটি ট্রাক প্রবেশ করতে দিয়েছে। এছাড়া গাজার দক্ষিণাঞ্চলে ড্রোন উড়িয়েও চুক্তির লঙ্ঘন করেছে ইসরায়েল।”
তবে ইসরায়েলি সামরিক বাহিনী হামাসের এ অভিযোগ অস্বীকার করেছে।