জিম্বাবুয়েতে উড়োজাহাজ দুর্ঘটনায় ছেলেসহ ভারতীয় ধনকুবের নিহত

0
85
হরপাল রণধাওয়াছবি: হোপওয়েল চিনোনোর এক্স পোস্ট থেকে নেওয়া

ভারতীয় ধনকুবের হরপাল রণধাওয়া ও তাঁর ছেলে আমের রণধাওয়া জিম্বাবুয়েতে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হয়েছেন।

উড়োজাহাজটি গত ২৯ সেপ্টেম্বর বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় উড়োজাহাজে থাকা ছয় আরোহীর সবাই নিহত হন। বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

হরপাল একজন খনি ব্যবসায়ী ছিলেন। জিম্বাবুয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি হীরার খনির কাছে ব্যক্তিগত উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

খবর অনুযায়ী, কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

রিওজিম নামের খনি কোম্পানির মালিক ছিলেন হরপাল। কোম্পানিটি সোনা ও কয়লা উৎপাদন করে। পাশাপাশি নিকেল ও তামা পরিশোধন করে।

৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের প্রাইভেট ইক্যুইটি ফার্ম জিইএম হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ছিলেন হরপাল।

খবরে বলা হয়, উড়োজাহাজটিতে হরপাল, তাঁর ২২ বছর বয়সী ছেলে আমেরসহ মোট ৬ জন আরোহী ছিলেন। জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুরওয়া হীরার খনিতে যাওয়ার পথে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

এক ইঞ্জিনের উড়োজাহাজটি মুরওয়া হীরার খনির কাছেই বিধ্বস্ত হয়। খনিটির আংশিক মালিকানা আছে রিওজিমের।

হরপালের ছেলে আমের একজন পাইলট ছিলেন। তবে তিনি উড়োজাহাজটি চালাচ্ছিলেন না।

হরপালের বন্ধু চলচ্চিত্রনির্মাতা হোপওয়েল চিনোনো এক্সে (সাবেক টুইটার) এই দুর্ঘটনা নিয়ে পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, উড়োজাহাজ দুর্ঘটনায় হরপাল, তাঁর ছেলেসহ ছয়জনের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.