মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে যেভাবে প্রস্তুতি নিয়েছেন পিয়া

0
161
পিয়া বিপাশা,ইনস্টাগ্রাম

সেখান থেকে হোয়াটসঅ্যাপে পিয়া বলেন, ‘১০ ডিসেম্বর থেকে ভেন্যুর হোটেলে প্রতিযোগীদের ভিন্ন ভিন্ন গ্রুপ নিয়ে বিভিন্ন ধরনের গ্রুমিং শুরু হয়েছে। গ্রুমিংয়ে অংশ নিচ্ছি। অনেক দেশের প্রতিযোগীদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, তাঁদের সম্পর্কে, তাঁদের দেশ, সংস্কৃতিসহ নানা বিষয় জানতে পারছি। একটা বড় উৎসবের সময় যেন পার করছি। ভালোই লাগছে।’

পিয়া বিপাশা,ইনস্টাগ্রাম

‘মিসেস ওয়ার্ল্ড–২০২২’ নির্বাচিত হওয়ার প্রত্যাশা কী জানতে চাইলে পিয়া বলেন, ‘চাইলেই এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যায় না। কিছু শর্ত পালন করতে হয়। বর্তমান পেশা, সামাজিক যোগাযোগমাধ্যমে আমার অনুসারী, বিনোদন জগতে কাজ, সামাজিক প্রভাব—সবকিছু মিলে প্রতিযোগিতার দিক থেকে আমার একটা ভালো অবস্থান আছে। এখানে যাঁরা অংশ নিয়েছেন তাঁদের প্রোফাইল ঘেঁটে দেখেছি, সব দিক দিয়ে তাঁদের চাইতে আমার অবস্থান কম শক্ত নয়। তবে প্রতিযোগিতায় জুরিবোর্ড আছে, ভোটিং আছে— সব মিলে দেখি কী হয়। প্রত্যাশা ছাড়ছি না। কিছু একটা হয়েও যেতে পারে।’

পিয়া বিপাশা

পিয়া বিপাশা
ইনস্টাগ্রাম

এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য অনেক দিন ধরে নিজেকে প্রস্তুত করেছেন পিয়া বিপাশা, ‘শরীরের ওজন কমিয়েছেন প্রায় আট কেজি। তবে না জিততে পারলেও একটা বড় ধরনের অভিজ্ঞতা হবে। এখানকার অভিজ্ঞতা সঙ্গে নিয়ে পরবর্তী সময়ে আরও ভালো ভালো প্রতিযোগিতায় অংশ নিতে পারব, নিজেকে তুলে ধরতে পারব।’
এ ছাড়া এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, রোমানিয়া, মেক্সিকো, জাপান, ফিলিপাইন, ভারত, ইউক্রেন, ইতালি, থাইল্যান্ড, মালয়েশিয়া প্রভৃতি দেশের বিবাহিত সুন্দরী নারীরা।

গত বছর ‘মিসেস ওয়ার্ল্ড–২০২১’ নির্বাচিত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের শেলিন ফোর্ড।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.