জাহাজে ৭ খুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১

0
6
চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর ইশানবালা খালের মুখে নোঙর করা এম ভি আল-বাখেরা নামের একটি সারবাহী জাহাজ থেকে সাতটি লাশ উদ্ধার করা হয়

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে এমভি আল-বাখেরা নামের জাহাজে সাত খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাতে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম আকাশ মণ্ডল ওরফে ইরফান।

একজন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান বলেন, জাহাজে হত্যাকাণ্ডে ঘটনাটি পরিকল্পিত, তবে সেটি ডাকাতির ঘটনা ছিল না। যেভাবে জাহাজের কক্ষে কক্ষে হত্যার ঘটনা ঘটেছে, তা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রমাণ। ওই জাহাজে আরও একজনের থাকার বিষয়টি নিশ্চিত হওয়ায় তদন্ত কার্যক্রম এগিয়েছে।

গত সোমবার দুপুরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে এমভি আল–বাখেরা জাহাজ থেকে সাতজনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে সাতজনের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় গতকাল রাতে হাইমচর থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে জাহাজটির মালিক মাহবুব মোর্শেদ মামলা করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.