গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল হলেও বৈধ রয়েছে তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র।
রোববার বেলা পৌনে ১১টার দিকে গাজীপুর শহরেরে বঙ্গতাজ অডিটরিয়ামে রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম এ তথ্য জানান।
রিটার্নিং কর্মকর্তা জানান, জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ। তবে ঋণ খেলাপির দায়ে জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এসময় সেখানে উপস্থিত জাহাঙ্গীর আলম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আমার সব ঋণ পরিশোধ করা আছে। ব্যাংকের প্রতিনিধিও এখানে উপস্থিত আছেন। নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করেছে।
বিতর্কিত মন্তব্যের কারণে মেয়র পদ থেকে বরখাস্ত হওয়ার পর দীর্ঘদিন রাজনীতির মাঠের বাইরে ছিলেন জাহাঙ্গীর আলম। তবে কিছুদিন আগে আওয়ামী লীগ তাকে ওই মন্তব্যের জন্য ক্ষমা করলেও গাজীপুর সিটি নির্বাচনে মনোনয়ন দেয়নি।
তফসিলল ঘোষণার পর অনেকটা চুপ ছিলেন সাবেক মেয়র জাহাঙ্গীর। তবে শেষ মুহূর্তে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। একটি নিজের জন্য অন্যটি তার মা’র জন্য।