জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ রোববার সকাল ৯টায় প্রথম পালায় ছাত্রীদের পরীক্ষার মাধ্যমে শুরু হয় এবারের ভর্তিযুদ্ধ। ডি ইউনিটে মোট ৯ পালায় পরীক্ষা হচ্ছে। আজ প্রথম দিন পাঁচ পালায় ছাত্রীদের পরীক্ষা চলছে। আগামীকাল সোমবার চার পালায় ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটে মোট ৩০০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৬ হাজার ৭৬৮ জন। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ২৮৯ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, ‘ডি ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এ বছর ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বিকেল সোয়া চারটায় দিনের পরীক্ষা শেষ হবে। সুষ্ঠু পরিবেশে পরীক্ষা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে প্রশাসন সজাগ রয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ আমরা পাইনি।