জার্মানিতে মার্কেটে ভিড়ের মধ্যে গাড়িচাপায় নিহত ২, আহত ৬৮

0
17
জার্মানির ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলা

জার্মানিতে একটি ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে গাড়িচাপার ঘটনায় এক শিশুসহ কমপক্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬৮ জন। যারমধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২০ ডিসেম্বর) দেশটির মাগডেবার্গ শহরে ঘটেছে এই ঘটনা ঘটে। খবর রয়টার্স।

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, পেশায় চিকিৎসক ৫০ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি সৌদি আরবের নাগরিক।

প্রথামিকভাবে ধারণা, ওই ব্যক্তি একাই চালিয়েছে হামলা। তবে এখনও হামলার কারন জানা যায়নি। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ আগামীকাল দুর্ঘটনার অঞ্চলটি পরিদর্শন করবেন। এ ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরবসহ বিভিন্ন দেশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.