ফাইনালের ‘অভিশাপ’ কাটলো না ওনস জাবেউরের। তিনটি মেজর টুর্নামেন্টের ফাইনাল খেলে তিনবারই হারলেন তিনি। অন্যদিকে কব্জির ইনজুরি নিয়ে গত মৌসুমের ছয় মাস মাঠের বাইরে থাকা মার্কেতা ভন্দ্রোসোভা হেসেছেন শেষ হাসি।
শনিবার উইম্বলডন ফাইনালের নারী এককে ৬-৪-৬-৪ সেটে জয় পেয়েছেন ভন্দ্রোসোভা। টেনিস র্যাঙ্কিংয়ে ৪২ নম্বরে থাকা চেক রিপাবলিক তারকার প্রথম গ্র্যান্ডস্লাম এটি।
অথচ ফাইনালের ফেবারিট ছিলেন ২৮ বছর বয়সী তিউনিসিয়ার টেনিস লেডি ওনস জাবেউর। র্যাঙ্কিংয়ে ছয়ে আছেন তিনি। দারুণ ছন্দে কাটছিল সময়। ২০১০ সালে টেনিস শুরু করা জাবেউর ২০২০ সালের উইম্বলডন ও ইউএস ওপেনের ফাইনাল খেলেছিলেন। কিন্তু শিরোপা উচিয়ে উৎসব করতে পারেননি তিনি।
ফাইনাল শেষে ভন্দ্রোসোভা বলেছেন, ‘জানি না, কীভাবে কী হলো। তবে এটা অসাধারণ এক অনুভূতি।’ অন্যদিকে জাবেউর এটাকে ক্যারিয়ারের সবচেয়ে কঠিন হার বলে উল্লেখ করেছেন, ‘এটা খুব, খুবই কঠিন। আমার ক্যারিয়ারের সবচেয়ে কষ্টের পরাজয়।’