গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। গুরুতর অসুস্থ হয়ে চার দিন ধরে তিনি রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরীর বয়স এখন ৮১ বছর।
জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন। কয়েক দিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত। বর্তমানে তাঁর অবস্থা জটিল, তবে স্থিতিশীল। তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফীর অধীন চিকিৎসাধীন।
সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গণস্বাস্থ্য নগর হাসপাতালের সমন্বয়ক ডা. মহিবুল্লাহ খন্দকার গতকাল শুক্রবার বিকেলে বলেছিলেন, ‘তাঁর (ডা. জাফরুল্লাহ) শারীরিক অবস্থা মাঝেমধ্যেই খারাপ হয়ে যায়। আবার ইমপ্রুভ করে। তাঁর শরীর এমনিতেই খারাপ। বয়সও বেশি। দুই দিন ধরে তাঁর অবস্থা একটু ক্রিটিক্যাল।’