জাপান থেকে অত্যাধুনিক ১১টি ফ্রিগেট যুদ্ধজাহাজ কিনবে অস্ট্রেলিয়া। গতকাল মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মারলেস এ তথ্য জানিয়েছেন।
এই যুদ্ধজাহাজগুলো মোগামি ক্লাসের। স্টেলথ বা শত্রুপক্ষের চোখ ফাঁকি দিতে সক্ষম এই যুদ্ধজাহাজগুলোর নির্মাণকারী প্রতিষ্ঠান জাপানের মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এটি জাপানের সবচেয়ে বড় প্রতিরক্ষা-সংক্রান্ত রপ্তানি। জাহাজগুলো পেতে আগামী ১০ বছর ধরে অস্ট্রেলিয়াকে ৬০০ কোটি মার্কিন ডলার দিতে হবে।
যুদ্ধজাহাজ ক্রয়-সংক্রান্ত চুক্তির বিষয়ে রিচার্ড মারলেস বলেন, জাপান ও অস্ট্রেলিয়ার মধ্যে এটি প্রতিরক্ষা-শিল্পসংক্রান্ত সবচেয়ে বড় চুক্তি। জাপানের সঙ্গে অস্ট্রেলিয়ার খুবই ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক রয়েছে।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গে সহযোগিতার সম্পর্ক গভীর করছে জাপান। এই অঞ্চলে চীনের সঙ্গে টোকিওর ভৌগোলিক দ্বন্দ্ব বাড়ছে। চীনকে সামাল দিতে গড়ে তোলা চার দেশের জোট কোয়াডের সদস্য জাপান ও অস্ট্রেলিয়া। জোটের বাকি দুই সদস্যদেশ হলো, যুক্তরাষ্ট্র ও ভারত।
এএফপি
সিডনি