জাপানের বিমানবন্দরে ধরা পড়লো নকল পাকিস্তানি ফুটবল দল। ২২ জন পাকিস্তানি নাগরিককে জাপানে অবৈধভাবে প্রবেশ করাতে নকল ফুটবলার সাজিয়ে নিয়ে যায় পাকিস্তানের একটি মানব পাচার চক্র।
পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) জানায়, মানব পাচারের উদ্দেশ্যে ফুটবলকে ব্যবহার করতে চেয়েছিল চক্রটি। এফআইএ’র বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে পাকিস্তানের জিও নিউজসহ শীর্ষ গণমাধ্যমগুলো।
এফআইএ আরও জানায়, মানব পাচার চক্রের মূলহোতা মালিক ওয়াকাস ‘গোল্ডেন ফুটবল ট্রায়াল’ নামে একটি ভুয়া ক্লাব নিবন্ধন করেছিলেন। তাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, এর আগেও ২০২৪ সালের জানুয়ারিতে একই পদ্ধতিতে ১৭ জনকে জাপানে পাঠানো হয়েছিল।
তদন্তে জানা যায়, প্রত্যেকের কাছ থেকে ৪০ লাখ রুপি করে নিয়েছিল চক্রটি। এরপর এই ২২ জনকে এমনভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছিল, যাতে তাদের পেশাদার ফুটবলার মনে হয়। তবে তাদের জাল নথিপত্র ধরা পড়ে বিমানবন্দরে। এরপর ওই ব্যক্তিদের জেরা করার পর পাকিস্তানে ফেরত পাঠানোর ব্যবস্থা করে কর্তব্যরত কর্মকর্তারা।