জাতীয় পার্টির মহাসচিবের বক্তব্য চলাকালে ইফতার অনুষ্ঠানে হামলা

0
7
হামলায় আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, ছবি: দলীয় সূত্র থেকে পাওয়া

রাজধানীর পল্লবীর পর এবার কাফরুলে জাতীয় পার্টির (জাপা) ইফতার অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটল। আজ বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে কাফরুলের কচুক্ষেত এলাকার একটি রেস্তোরাঁয় এ হামলা হয়। তখন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু বক্তব্য দিচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও জাতীয় পার্টির সূত্র জানিয়েছে, জাপার মহাসচিবের বক্তব্য চলাকালে ১০ থেকে ১২ জন রেস্তোরাঁয় ঢুকে হইচই শুরু করে অনুষ্ঠান পণ্ড করার চেষ্টা করে। তখন উপস্থিত জাপার নেতা-কর্মীরা তাদের বের করে দেন।

ওই সূত্র জানায়, তাড়া খেয়ে বেরিয়ে এসে ওই ব্যক্তিরা সংগঠিত হয়ে হকিস্টিক, ক্রিকেট ব্যাট নিয়ে ইফতার অনুষ্ঠানে হামলা চালায়। এ সময় জাপার চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মুজিবুল হকসহ কেন্দ্রীয় অনেক নেতা অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন। হামলার এক পর্যায়ে উপস্থিত নেতা-কর্মীদের অনেকে রেস্তোরাঁ থেকে বের হয়ে যান। অনেকে হামলায় আহত হন। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য ছিলেন না। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় তাঁরা হামলাকারীদের পিটিয়ে সরিয়ে দেন।

জাপার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাহমুদ আলম বলেন, ‘যেসব লোক হামলা করেছে, তাদের বস্তির ভাড়া করা লোক মনে হয়েছে। তাদের একটাই কথা, প্রোগ্রাম (ইফতার) বন্ধ করতে হবে। আমরা বারবার বলেছি, তোমরা কারা, তোমাদের কী পরিচয়? তারা কিছুই বলে না।’

এর আগে ৮ মার্চ রাজধানীর পল্লবীতে বাধার মুখে জাপার ইফতার মাহফিল ভন্ডুল হয়ে যায়। পল্লবী থানাসংলগ্ন ২ নম্বর কমিউনিটি সেন্টারে ওই ইফতার মাহফিল হওয়ার কথা ছিল। বিকেল সাড়ে চারটার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের স্লোগান দিয়ে একদল উচ্ছৃঙ্খল যুবক ইফতার মাহফিল বন্ধ করে দেয় বলে অভিযোগ করে জাতীয় পার্টি। ওই ইফতারে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল। তখন তিনি রাস্তায় ছিলেন।

দলীয় সূত্রটি জানায়, কাফরুলে ইফতার অনুষ্ঠানে সন্ত্রাসী হামলায় দলের ১০-১২ জন কর্মী ছাড়াও কয়েকজন গণমাধ্যমকর্মীও আহত হয়েছেন বলে জানিয়েছে জাতীয় পার্টি। এর মধ্যে কয়েকজন বিভিন্ন হাসাপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী, কেন্দ্রীয় নেতা হেলাল উদ্দিনসহ অনেক নেতা-কর্মীর মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.